AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আ.লীগ: কাদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আ.লীগ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ফেরেন ওবায়দুল কাদের।

 

এরপর ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

এ সময় ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য।

 

তিনি বলেন, ভিসানীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না। শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।

 

কাদের বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই বাংলাদেশের রাজনীতির ফয়সালা হয়ে গেছে। আর বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন আশীর্বাদ। তার বিকল্প কেউ নেই।’

 

দেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ রয়েছে বলেও দাবি করেন তিনি।

 

নির্বাচনি পর্যবেক্ষক না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, ভোটাররা ভোট দিলো কি না সেটা গুরুত্বপূর্ণ। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদেরও সেভাবে নির্বাচন হবে।

 

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!