তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কিছু নেই, যারা নির্বাচনে বাধা দিবে ভিসানীতি তাদের বিরুদ্ধেই কার্যকর হবে।
রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রীতিলতা ওয়েদ্দারের প্রয়াণ দিবস স্মরণে বংগবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ভিসানীতি ঘোষণা নিয়ে নানা কথা বলছে বিএনপি। এসব বলে লাভ নেই। আমেরিকা আমাদের বন্ধু এবং বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই নীতি তাদের জন্য যারা নির্বাচনে বাধা দিবে।
ড. হাছান বলেন, আগামী নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে বিএনপি। যথা সময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক আসলে ঠিক আছে, না আসলে সমস্যা নেই। এ দেশ আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিদেশি কোনও পর্যবেক্ষণ দল না আসলেও কোনও সমস্যা নাই, আমাদের নির্বাচন আমরা করবো।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশের ভেতরে ও বাহিরে বহু ষড়যন্ত্র হয়েছে। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে এগিয়ে যাব, কোনও রক্তচক্ষুদের ভয় পাই না।
তিনি আরও বলেন, দেশ বিরোধীদের প্রতিরোধে প্রীতিলতা ওয়েদ্দার, সুর্যসেনের মতো বিপ্লবীরা আজও অনুপ্রেরণা দেয়।
বংগবন্ধু সাংস্কৃতিক জোটের কাযকরী সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল, বিশিষ্ট চিকিৎসক অরুপ রতন চৌধুরী এবং বংগবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/জ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :