টানা তিন বারের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল। আগামী সোমবার রাজধানী ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে আগামী শনিবার বাংলাদেশে আসবে পর্যবেক্ষক দলটি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৈঠকের বিষয়টি আওয়ামী লীগের দপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে বৈঠকটি কখন ও কোথায় অনুষ্ঠিত হবে সেটি জানা যায়নি এ প্রতিবেদবন লেখা পর্যন্ত।
জানা গেছে, চলতি মাসে এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী শনিবার (৭ অক্টোবর) থেকে সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশে অবস্থান করবে।
বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :