AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয়নি: ব্রায়ান শিলার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৪ এএম, ১৮ অক্টোবর, ২০২৩
আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয়নি: ব্রায়ান শিলার

বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেয়নি আমেরিকা। বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, এটিই আমেরিকার প্রত্যাশা। আজ বুধবার সকালে এ কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

এর আগে ভারতীয় একটি গণমাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য আমেরিকার তৎপরতার বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল। ওই খবর প্রসঙ্গে মার্কিন দূতাবাসের কাছে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী আমেরিকা কীভাবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে? ভারতীয় গণমাধ্যমের ওই খবরের বিষয়ে দূতাবাস মন্তব্য করবে কিনা জানতে চাওয়া হয়।

এই প্রশ্নের জবাবে ব্রায়ান শিলার বলেন, ‘ওই প্রতিবেদনের বিষয়ে আমেরিকা অবগত। উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার গতকাল মঙ্গলবার বলেছেন, আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ দেয়।’

ব্রায়ান শিলার আরো বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তরা অনেকবার বলেছেন, আমরা বাংলাদেশে কোনো একটি দলের পক্ষ নেই না, বা এখানে বিশেষ পছন্দও নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারুক।’

একুশে সংবাদ/এসআর

Link copied!