AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ডেট লাইন ২৮ অক্টোবর

কী ভাবছে আ.লীগ-বিএনপি?


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৭ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
কী ভাবছে আ.লীগ-বিএনপি?

একদফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসাবে সবচেয়ে বড় সমাবেশের ডাক দিয়েছে ২৮ অক্টোবর। এদিন ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সমাবেশ থেকেই সরকার পতনের মহাযাত্রা শুরু হবে। এতে বিএনপির সঙ্গে ৩৬টির বেশি রাজনৈতিক দলের যুক্ত হবার কথা রয়েছে।

বিএনপি যখন এমন কর্মসূচি নিয়ে প্রচার চালাচ্ছে, সেসময় রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অঙ্গ সংগঠন। এক্ষেত্রে বিএনপি আসলে কী করতে যাচ্ছে এবং আওয়ামী লীগই বা কী ভাবছে, এমন প্রশ্নই জনসাধারণের মনে।

গেল ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে জনসমাবেশ করে বিএনপি। সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচি। চলমান কর্মসূচির শেষ দিনে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা ছিল ব্যাপক। অনেকেই আশাবাদী ছিলেন শেষ দিনের এ কর্মসূচি থেকে আসতে যাচ্ছে সরকার পতনের বড় কোনো ঘোষণা। কিন্তু সেটি পূরণ করতে পারেনি দলটি। কেননা আবারও বিএনপি ১০ দিনের ব্যবধানে ঘোষণা দেয় সমাবেশের।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়ে বলেন, এই মহাসমাবেশ থেকে সূচনা হবে সরকার পতনের মহাযাত্রা, এরপর আর থেমে থাকব না আমরা।

এরই মধ্যে ২৮ তারিখের কর্মসূচি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কেননা একই দিন ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। আওয়ামী লীগ নেতারা একদিকে যখন রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে সরকার পতনের দাবিতে মহাসমাবেশকে সফল করতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।

দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এদিন ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে, এমনটিই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

২৩ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। জেলা প্রশাসকদেরও এ বিষয়ে বলা হয়েছে।

কেমন চলছে বিএনপির প্রস্তুতি?
২৮ অক্টোবর ঢাকায় স্মরণকালের সবচে বড় জনসমাগম ঘটাতে চাচ্ছে বিএনপি। দলের নেতারা বলছেন, সমাবেশ সফল করতে মহানগরের সমন্বয় কমিটিগুলো জেলার সঙ্গে সমন্বয় করছে; এমনকি প্রতিটি জেলা থেকে অধিকসংখ্যক নেতাকর্মী ঢাকায় আনতে চায়  বিএনপি।  একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মামলা, হামলা ও ধরপাকড় এড়ানোর জন্য হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকায় আসা শুরু করেছেন।

আন্দোলন বিজয়ের দিকে যাচ্ছে, এমনটা জানিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, একদফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা ২৮ তারিখ কর্মসূচি দিয়েছি। সেদিন অনেক রাজনৈতিক দলও কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি দেয়ার অধিকার থাকলে, জামায়াতসহ সবারই কর্মসূচি দেয়ার অধিকার আছে। প্রায় ৪০টি দল কর্মসূচি দিয়েছে।

বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচিসহ আরও নানা বিষয়ে সময় সংবাদের কথা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিমের সঙ্গে। তিনি বলেন, ২৮ তারিখে যে কর্মসূচি, সেটি সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি কর্মসূচি। বিএনপি তার বিগত রাজনৈতিক কর্মসূচির মতো এটিও শান্তিপূর্ণভাবে করবে বলেই মনে হচ্ছে। তবে আওয়ামী লীগ যে পাল্টাপাল্টি সমাবেশ দিয়েছে, তাতে জনসাধারণের মধ্যে ভয় তৈরি হয়েছে। আওয়ামী লীগ যদি কোনো উসকানি না দেয় এবং বাধা না দেয়, তবে ২৮ তারিখ শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হবে।

তিনি আরও বলেন, বিএনপি সংঘাত-সহিংসতায় বিশ্বাসী নয়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কোনও বাধা আসে, তবে এবার বিএনপি ছাড়া দেবে না। বাধা আসলে বিএনপি সেখানে বসে পড়বে। ১০ ডিসেম্বর আর ২৮ অক্টোবর কোনোভাবেই এক নয়। এবার মামলা, হামলা আর নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৩ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজপথে বিএনপির সঙ্গে একই দিনে জামায়াতের কর্মসূচির ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন জনমনে সংঘাত-সহিংসতার ভয় আরও প্রকটতর হচ্ছে। তবে জামায়াত নেতাদের দাবি, তারা ২৮ তারিখ শান্তিপূর্ণ কর্মসূচি করতে যাচ্ছে।

২৮ অক্টোবর ঘিরে বিএনপি যেন সহিংস কর্মকাণ্ড করতে না পারে, যেজন্য রাজপথ দখলে রাখার কথা বলছেন আওয়ামী লীগের নেতারা। তাদের ভাবনা, বিএনপি ঢাকায় সহিংস কর্মকাণ্ড করার প্রস্তুতি নিচ্ছে। তাই বিএনপিকে মোকাবিলার লক্ষ্যে এদিন ঢাকায় বিশাল শান্তি সমাবেশে জনসমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠিও দেয়া হয়েছে। সমাবেশে লোকসমাগম ঘটাতে দফায় দফায় বৈঠক করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Link copied!