আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশের জন্য বিকল্প দুই ভেন্যুর নাম চেয়েছিল পুলিশ। আর আওয়ামী লীগ বিকল্প ভেন্যু হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও গুলিস্তানের ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দিয়ে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানান তথ্য চেয়েছিল পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়।
জবাবে দুটি ভেন্যু দেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, আমরা নতুন দুটি নাম দিয়েছি। সেগুলো হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :