গুলশানের আমেরিকান ক্লাবে আমেরিকান দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারির সাথে জামায়েতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের একটি গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (২৬ অক্টোবর) রাত ১০টা থেকে ১১:২০ পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসের পলিট্যিকাল সেক্রেটারি ম্যাথিউ বে-এর সাথে গুলশানস্থ আমেরিকান ক্লাবে প্রায় দেড় ঘন্টাব্যাপী এই গোপনীয় বৈঠক করেন।
এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয় তা এখনও বিস্তারিত জানা যায়নি।
জামায়াতে ইসলামীর একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার বৈঠক হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত নেতাসহ বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, আমেরিকান ক্লাবে জামায়াত নেতা টাই-কোর্ট এবং মাস্ক পরিহিত অবস্থায় প্রবেশ করেছিলেন।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :