বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে রাজধানীর মিরপুরে। হরতালের প্রতিবাদে মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ সমাবেশ শুরু হয় বলে জানা গেছে।
সকাল-সন্ধ্যা হরতালে সড়কে বাস তুলনামূলক কম থাকলেও অন্যান্য যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে অনেক দোকানপাট। বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।
এসময় নেতাকর্মীরা অবৈধ হরতাল মানি না বলে স্লোগান দিচ্ছেন। এছাড়া তারা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগানও দেন। ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারও উপস্থিত হন সেখানে। তার সাথে অসংখ্য নেতাকর্মীও উপস্থিত হন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল হক বলেন, শান্তি সমাবেশ করতে আমরা মাঠে রয়েছি। কোনো হরতাল মানি না, এখানে হরতালের সমর্থনে কোনো মিছিল হতে দেব না।
রোববার (২৯ অক্টোবর) সকালে মিরপুরে ১০, পল্লবী ও পূরবী এলাকায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষ কাজের তাগিদে এসব যানবাহনে চলাচল করছেন।
হরতালের সমর্থনে বিএনপির কোনো মিছিল চোখে পড়েনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ১০ নাম্বার গোল চত্বর, মিরপুর-২ ও ১৪ নাম্বারে খোলা রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ধীরে ধীরে খুলছে ১০ নাম্বারের ফুটপাতের দোকানও।
একুশে সংবাদ/ম.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :