পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
সোমবার (৩০ অক্টোবর) দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং সংসদ নেতা শেখ হাসিনা।
সেখানে জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আফজালকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ নৌকার প্রার্থী হচ্ছেন তিনি।

এদিকে মনোনয়ন পেয়ে দলের হয়ে মানুষের জন্য কাজ করার কথা জানিয়েছেন আফজাল হোসেন। তিনি বলেন, আমাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দলের হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে কাজ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে কাজ করব।
তিনি আরও বলেন, আমি যখন দলীয় মনোনয়ন পাইনি তখনো মানুষের সেবা করছি, এলাকার উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছি। এখন আরও বেশি ভূমিকা রাখতে সচেষ্ট হব।
আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে এই আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা নেয়া হয়।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে ২৪ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :