AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদে সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির এমপিরা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:২২ পিএম, ১ নভেম্বর, ২০২৩
সংসদে সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির এমপিরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টির এমপিরা।

বুধবার (০১ নভেম্বর) জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল,২০২৩ এর উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এমপিরা ধন্যবাদ জানান।

ফখরুল ইমাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুল নির্বাচন করে জিতেছেন। ১১ টি (১০টি দেশ ভোট দেয়) ভোটের মধ্যে ৮ ভোট তিনি পেয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তার মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে রওশন আরা মান্নান বলেন, এটা তার প্রাপ্য ছিল। কারণ তার এত ডিগ্রি ও লেখাপড়া ভালো বিষয়ে থাকতেও তিনি বাংলাদেশে অটিজম নিয়ে কাজ করে তাদের যে উপকার করেছেন, পরিবারকে বাঁচিয়ে দিয়েছেন। আগে প্রতিবন্ধী শিশুদের জন্য পরিবার ও বাবা-মার দাম থাকত না।

রুস্তত আলী ফরাজী বলেন, বিজয়ের জন্য যোগ্য মাতার যোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানাই।

কাজী ফিরোজ রশীদ বলেন, আমাদের আদরের সায়মা ওয়াজেদ পুতুল বিরল সম্মান অর্জন করায় ধন্যবাদ জানাই। প্রায়ই বলে তিনি প্রধানমন্ত্রীর মেয়ে কিন্তু ওই দেশে (ভোট দেওয়া দেশগুলো) প্রধানমন্ত্রীর মেয়ে বলে কেউ ভোট দেয় না। ভোটটা হয় যার যার যোগ্যতার ভিত্তিতে, তাঁর অভিজ্ঞতা, জ্ঞানের মাপকাঠিতে ভোট পড়ে। কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মেয়ে এটা তার যোগ্যতার মাপকাঠি না। আমি মনেকরি তিনি নিজ যোগ্যতায় অর্জন করেছেন, এটা আমাদের দেশের জন্য বড় অর্জন।

পরে অর্থমন্ত্রীর পক্ষে বিলটি উত্থাপনকারী আইনমন্ত্রী আনিসুল হকও সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল তাঁর কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবেন এ জন্য দোয়া করি।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!