মঙ্গলবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে বিএনপি। আগামীকাল (৭ নভেম্বর) দিবসটি পালন শেষে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ব্যারিষ্টার শাহজাহান ওমর, ইমরান সালে প্রিন্সসহ বেশ কিছু নেতাকর্মী আটক হয়েছেন।
তাদের মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অনেককে কারাগারে পাঠানো হয়েছে। এরপর ২৯ অক্টোবর হরতাল শেষে তিনদিনের টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্র ও শনিবার বাদ দিয়ে ফের রোববার ও সোমবার দু’দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ৭ নভেম্বর সংহতি দিবসেরপর ফের টানা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :