বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে পিকেটিংয়ের নেতৃত্ব দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৮ নভেম্বর) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন রিজভী।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সারাদেশে বিএনপি-সমমনাদের তৃতীয় দফার পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।
অন্যদিকে অবরোধের আগের দিন মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :