বিএনপির সংস্কার চেয়েছেন দালটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের সংস্কার করুন। এখন যেভাবে চলছে, এভাবে একটা রাজনৈতিক দল চলে না।
বুধবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে বলেও মন্তব্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার।
হাফিজ আরও বলেন, গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ছিল। ওই সময় সরকারের টালমাটাল অবস্থা ছিল। বুঝতে হবে কোন সময় সরকার এমন ধরনের অফার করে, এখন তো করছে না। বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে এভাবে হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
দলে গণতন্ত্রের চর্চা হচ্ছে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, দলের হাইকমান্ডের সামনে সঠিক কথা বলার কোনো লোক নেই। সবাই ইয়েস স্যার, রাইট স্যার বলে। একমাত্র সাইফুর রহমানকে দেখেছিলাম তিনি ম্যাডামের সামনে সত্যি কথা বলতেন।
দলের সংস্কার করার জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তিনি। তারেক রহমানকে উদ্দেশ্যে করে মেজর হাফিজ বলেন, দলের জন্য চমৎকার কিছু করুন, এভাবে রাজনৈতিক দল চলে না।
মেজর (অব.) হাফিজ বলেন, আমি শারীরিক কারণে শিগগির রাজনীতি থেকে অবসর নেব। ৩১ বছর বিএনপির রাজনীতি করেছি, এই দলেই থাকার চেষ্টা করবো। এই দলের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।
বিএনপির সকল ত্যাগি নেতার প্রতি অভিনন্দন জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, তারা রাজপথে যথেষ্ট ভূমিকা রেখেছেন। সস্ত্র প্রতিরোধের মুখে নিরস্ত্র বাহিনী কতটুকু করতে পারে? তবুও তাদের অনেকে জীবন দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। এসময় তিনি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং তার রোগ মুক্তি কামনা করেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :