নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ ও এক দফা দাবিতে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
সাইফুল ইসলাম বলেন, বিরোধী দলের ওপর ক্ষমতাসীনদের দমন নিপীড়ন প্রমাণ করে ক্ষমতাসীনদের রাজনৈতিক পরাজয় ঘটেছে।
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য করে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, যতই বাধা বিপত্তি আসুক কর্মসূচি অব্যাহত থাকবে। রাজপথ থেকে পিছু হটার আর সুযোগ নেই।
এসময় আওয়ামী লীগকে সব বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক রূপরেখা নির্ধারণের দাবি জানান জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :