AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনএমে যোগদানের গুঞ্জন মেজর হাফিজ ও অলরাউন্ডার সাকিবের!


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:২৭ পিএম, ১৮ নভেম্বর, ২০২৩
বিএনএমে যোগদানের গুঞ্জন মেজর হাফিজ ও অলরাউন্ডার সাকিবের!

সম্প্রতি বনানীর বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে বিএনপির বিষয়ে নানা আলোচনা করেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন ভোলা-৩ আসন থেকে পরপর ৬ সংসদ সদস্য নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। দলের মধ্যে তার মূল্যায়ন হচ্ছে না, এমন অভিযোগও সামনে এনেছিলেন হাফিজ।

রাজনৈতিক নানা গুঞ্জনের মধ্যেই দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। দেশজুড়ে যখন নির্বাচনি দামামা বেজে ওঠেছে এবং আওয়ামী লীগের মনোয়নপত্র বিক্রিও শুরু হয়ে গিয়েছে, তখনই হাফিজ উদ্দিন এবং ক্রিকেটের অলরাউণ্ডার সাকিব আল হাসানের নবাবগত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এ যোগ দেবার গুঞ্জন আছড়ে পড়লো।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, কূটনীতিক, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন হিসাবে যোগদেন। তার সঙ্গে দলের মহাসচিব হয়ে আসেন বিএনপির অপর নেতা তৈমুর আলম খন্দকার।

সর্বশেষ বিএনএম নামের দলটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান যোগ দিতে পারেন বলে দাবি করছেন দলটির নেতারা। নাটকীয় কিছু না ঘটলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়ে মেজর হাফিজ চেয়ারম্যান এবং সাকিবকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে দেখা যেতে পারে বলে জানান তারা। নতুন নিবন্ধিত দলের মহাসচিব হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান।  

নতুন দলে যোগদান বিষয়ে জানতে চাইলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বক্তব্য জানিয়েছেন। বিভিন্ন দিক থেকে নানা কথাবার্তা হলেও এখনও আগের সিদ্ধান্তেই রয়েছেন।

বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান সংবাদমাধ্যমের কাছে অবশ্য দাবি করছেন, অনেকেই তাদের  সঙ্গে যোগাযোগ করছেন। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। শিগগিরই দলের পূর্ণাঙ্গ কমিটি এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার ঢাকার গুলশানে এক নেতার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বিএনএমের কাউন্সিলে পূর্বের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র মোতাবেক ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ও ১৭ সদস্যদের জাতীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

কাউন্সিলে ১০০টি পদ পূরণ করা হয়েছে। দলটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদসহ অন্যান্য পদ খালি রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের নতুন কমিটি ঘোষণা করা হবে। এদিন দলটির আহ্বায়ক ছিলেন বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. আবদুর রহমান এবং সদস্য সচিব ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও দলের চেয়ারপারসনের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ হানিফ।

বেশ কিছুদিন ধরে মেজর হাফিজকে নিয়ে নানা গুঞ্জন চলছে। দীর্ঘদিন ধরে দলের ভেতর যথাযথ মূল্যায়ন হচ্ছেন না বলে ক্ষুব্ধ তিনি। কিছুদিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শাও নোটিশও এই নেতাকে। সেই  নোটিশের জবাব দিলেও দলের তরফে কিছু জানানো হয়নি।

একুশে সংবাদ/এএইচবি/এসআর
 

Link copied!