আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪টি মনোনয়ন বিক্রি করেছে দলটি।
শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জ-৩ আসনের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন দলীয় প্রধান। এরপর থেকে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করা শুরু করেন।
এ দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ১ হাজার ৬০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যা থেকে দলটির আয় হয়েছে আয় ৫ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে ও অনলাইন থেকে মনোনয়ন কিনেছেন ১৪ জন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, ‘মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিনশ’ ফরম বিক্রি হয়েছে।
জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবে নির্বাচন করবে। তবে কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।
শুক্রবার (১৭ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
এছাড়াও অনলাইনে ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দলটি। গুগল প্লে স্টোর অথবা ওআইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি থেকে অনলাইনেই ফরম পূরণ করে জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :