কারার ঐ লৌহ কপাট ব্রান্ডে উদ্যমী গান বাজিয়ে রাজপথ কাঁপিয়ে নির্বাচনি মিছিলে মিছিলে ভাসছে ঢাকা। আকাশে-বাতাসে এখন নির্বাচনি দামামা। বিরোধী রাজনৈতিক দলের হরতাল কর্মসূচিকে ছাপিয়ে রাজপথ কাঁপানো নির্বাচনি মিছিলের নগরীতে পরিণত হয়েছে ঢাকা।
সোমবার (২০ নভেম্বর) বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের ডাকা হরতালের শেষ দিনে রাস্তায় যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে রঙবেরঙের পোশাকে সজ্জিত দলীয় কর্মীদের মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আসছেন কাতারে কাতারে মানুষ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ হাজারো মানুষের পদভারে মুখরোরিত। মিছিলে মিছিলে ছেয়ে গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, নর্থসাউথ রোড, মতিঝিল, স্টেডিয়াম, পশ্চিম দিকে সচিবালয় হয়ে হাইকোর্টের মোড় পর্যন্ত। মূলত মিছিলের প্রভাব পড়েছে রাজধানী জুড়েই।
মনোনয়নপত্র সংগ্র করে সবাই উৎফুল্ল। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন মন্ত্রে দীক্ষিত তারুণ্যকে টেনে এেেনছে রাজপথে। তারা মনে করেন শেখ হাসিনার এই উন্নয়নধারা অব্যাহত রাখতে নির্বাচনে আওয়ামী লীগকে ফের জয়লাভের বিকল্প নেই। তারা আওয়ামী লীগের জন্য দেশবাসীর কাছে ভোট চান তারা।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :