চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জামিন দিয়েছে আদালত। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনি কারামুক্ত হতে পারছেন না এ্যানি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
অ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানির নাম ছিল না, তবে পরে চার্জশিটে তার নাম আসে। আজ উচ্চ আদালত থেকে জামিন দেয়া হয়েছে এ্যানিকে। এরই মাঝে তিনি আবার অন্য মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে, গত ১০ অক্টোবর গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :