ঢাকার প্রাণকেন্দ্র নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ ২৯ অক্টোবোর থেকে। এরই মধ্যে একাধিকবার হরতাল এবং দফায় দফায় অবরোধ চলছে।
এরই মধ্যে দেশজুড়ে রোববার (২৬ নভেম্বর) থেকে সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সঙ্গীদের ডাকে চলা অবরোধে ঢাকায় যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক।
রাস্তায় কমসংখ্যক গণপরিবহন চলাচল দেখা গেলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকার রাস্তায় রিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল বেশ।
কর্মজীবী মানুষের চলাচল কষ্টকর হচ্ছে। গণপরিবহন সংকটের কারণে মহানগরীর বিভিন্ন স্থান থেকে কর্মস্থলে আসা যাওয়া কঠিন হয়ে পড়ছে।
লোকাল বাসগুলোতে যাত্রীভর্তি অবস্থা দেখা গেছে।
রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া সপ্তম দফা চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। তবে স্বাভাবিক দিনের তুলনায় কম হলেও অধিকাংশ গণপরিবহন চলাচল করছে সড়কে।

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল করতে দেখা গেছে। সীমিত সংখ্যক হলেও এই রুটে চলছে বাস। অন্য সময়ের মতো স্বাভাবিক না হলেও কিছু সময় পর পর বিভিন্ন জেলার বাস চলাচল কথা জানা গেছে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :