AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আ. লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:১৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৩
আ. লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে। শরীকদের গুরুত্ব দেয় তাই জোটগতভাবে নির্বাচন করে। এবারও ১৪ দলীয় জোটগতভাবেই নির্বাচনে যাবে আওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা জোটবদ্ধভাবেই নির্বাচন করবো। এরই মধ্যে আসন সমঝোতাও হবে।  

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে অনেক প্রার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আশা করছি আপিলে অনেকেই হয়তো প্রার্থীতা ফেরত পাবেন।

জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে কি না? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনী যুদ্ধে নেমেছে। আমরা আশা করছি, জাতীয় পার্টি ভোট যুদ্ধে জয়ী হয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করবে।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। গণতন্ত্র ও মানবাধিকারের কথা তাদের মুখে শোভা পায় না। আমরা সন্ত্রাসীদের দমন করবো।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা 

Link copied!