ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন বাতিলের রায় দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আপিল আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
এর আগে আব্দুস সালামের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদিন খান। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। এদিন আনোয়ারুল আবেদিন খান আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে জনতা ব্যাংকে ২৮ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ আনেন।
আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন ।
মনোনয়নপত্র যাচাই-বাছাই এ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। পড়ে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। সেই আপিলের রায়ে প্রার্থিতা হারালেন আওয়ামী লীগের এই নেতা।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :