কুয়েতের আমির শেখ নাওয়াফ আল জাবের আল সাবাহের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর ফলে আওয়ামী লীগের বিজয় র্যালি আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পেছানো হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, র্যালিটি মঙ্গলবার দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে। সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি কুয়েতের আমিরের রুহের মাগফেরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :