AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. ইউনূসের রায় নিয়ে বিএনপির বিবৃতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪০ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
ড. ইউনূসের রায় নিয়ে বিএনপির বিবৃতি

নোবেল জয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি পরমানন্দে শুভেচ্ছা জানানোর এ সময়ে দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কাছে মোটেই সুখকর নয় বলে জানান রিজভী।

তিনি বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেয়ার ঘটনা প্রমাণ করে।

রিজভী বলেন, পাতানো নির্বাচন ঘিরে সারাদেশে কায়েম করা হয়েছে চরম নৈরাজ্যকর এবং ভয়ঙ্কর পরিস্থিতি। পুলিশ এবং আওয়ামী লীগের তাণ্ডবে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষ তিনমাস ঘরবাড়ি ছেড়ে ফেরারী ও উদ্বাস্তু জীবন যাপন করছে। চলছে স্মরণকালের ভয়াবহ নিপীড়ন-বর্বরতা।

স্বাধীন দেশের জনগণ এখন নিজ পরাধীন দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ ক্ষমতালিপ্সার খায়েশ মেটাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলোয় মিশিয়ে দিয়ে এখন বিনাভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে শেখ হাসিনার ‘ডামি সরকার’। কখন কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কাকে রাখতে হবে, কাকে সীমান্তের ওপারে ফেলে আসতে হবে, সব সিদ্ধান্তই আসে অন্য দেশ থেকে।

পাতানো নির্বাচন জমাতে পারছে না দাবি করে রিজভি বলেন, বিবিসির প্রতিবেদনেও বলা হয়েছে, ৭ জানুয়ারির নির্বাচনে অনিবার্য ফলাফল কী হবে তা এরই মধ্যে স্পষ্ট। ভোট বর্জনে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দেখে আতঙ্কিত শেখ হাসিনাসহ তার পুরো মাফিয়াচক্র। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এখন লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ন হয়েছেন। কাজী হাবিবুল রোববার বলেছেন- বিএনপি নির্বাচনকে বানচালের চেষ্টায় থাকলে প্রতিহত করা হবে। তিনি এখন তার খোলস খুলে সরাসরি আওয়ামী লীগের মাফিয়া নেতার রূপ ধারণ করেছেন।

আওয়ামী লীগ আর সিইসি সহোদর ভাই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব বলেন, জনগণের ভোট না দেয়ার সাংবিধানিক অধিকার বন্দুকের নলের মুখে হত্যা করতে চান সিইসি। নির্বাচন কমিশনার আনিছুর রহমান আতঙ্কে আছেন। তিনি বলেছেন- নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন গ্রহণযোগ্যমূলক করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে। তবে এই যে একদলীয় আমরা আর মামুদের পাতানো নির্বাচন নাটক করছেন এটা কী সমগ্র বিশ্ব তাকিয়ে দেখছে না? তাদের কি অন্ধ মনে করেন? ৭ জানুয়ারীর নির্বাচন গোটা বিশ্ববাসী নিবিড়ভাবে অবলোকন-পর্যবেক্ষণ করছে। বাংলাদেশকে আপনারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। এই ভোট ডাকাত সরকারের পতনের সঙ্গে সঙ্গে আপনাদের রক্ষার কেউ থাকবে না।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!