AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোট দিলেন সাকিব আল হাসান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাগুরা
০৮:৫৪ এএম, ৭ জানুয়ারি, ২০২৪
ভোট দিলেন সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরা-১ আসনের দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে হাজির হন সাকিব। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হন তিনি।

মাগুরা-১ আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।

উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হয়েছে সারাদেশে দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সারাদেশে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার মুখিয়ে আছেন ভোট দেয়ার জন্য।

ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা 

Link copied!