জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলি ভোট বর্জন ঘোষণা করেছেন।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টা ৩৪ মিনিটে ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
লাইভে এসে ফিরোজুর রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম। নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের জন্য নিবেদন জানাই। আপনারা দেখেছেন সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কেউ আমাকে সহযোগিতা করে নাই। এটা কী একটা খেলা খেলল বুঝতে পারি নাই। আমাদেরকে মাঠে নামায় দিয়া তারা তাদের কাজ করছে।’
এ সময় বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ছাড়াও জাল ভোট দেয়ার অভিযোগ আনেন এ স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা পেলে এ ধরনের অনিয়ম হতো না। এ সময় নির্বাচন কমিশনের কাছে পুনরায় এই আসনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।
এর আগে দুপুরে ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোটগ্রহণ স্থগিত চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তা অভিযোগগুলো সঠিক নয় উল্লেখ করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :