দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনেও বাজিমাত করেছে নৌকা প্রতীকের প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের সমর্থিত নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহাট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এরপর ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিন (৭ জানুয়ারি) ভোট গ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।
৭ জানুয়ারি এ উপজেলার ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ২১১ ভোট।
এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। ৯২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২২ হাজার ৪৪৮ জন। শতকরা হার ৪৪.৩৬শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫১ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৫১ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫৩ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০২ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৮ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯ হাজার ২৩০ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। এরমধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।
একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :