দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের পাশাপাশি কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) সারাদেশের জেলা সদর এবং পরদিন ২৭ জানুয়ারি (শনিবার) সব মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি।
রোববার (২১ জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু। এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :