AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপি পদ ফিরে পেতে চেম্বার আদালতে আব্দুল হাই


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:৪৮ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
এমপি পদ ফিরে পেতে চেম্বার আদালতে আব্দুল হাই

ঝিনাইদহ-১  (শৈলকুপা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) আব্দুল হাইয়ের পক্ষে এ আবেদন করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) চেম্বার জজ এম.  ইনায়েতুর রহিমের কোর্টে এর শুনানি হবে।

ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত ইসির গেজেট গেলো ১ ফেব্রুয়ারি দুই মাসের স্থগিত করেন হাইকোর্ট।

গেজেটে আব্দুল হাইকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ইলেকশন পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেঞ্চ ওই আদেশ দেন।

এর আগে ৪ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় জামিন পান মো. আব্দুল হাই। গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।  

পরে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!