বিএনপি ইহুদি ও ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে দলটি।
বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে। হাসপাতালেও হামলা করা হচ্ছে। তবে কোনো একটি বড় দেশ অসন্তুষ্ট হবে তাই বিএনপি ইসরায়েলের বিপক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে দলটি।
এ সময় জামায়াতে ইসলামীরও কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়েও ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। ইসলাম এবং আলেম সমাজের জন্য সরকার অনেক কিছু করেছে। সারাদেশে ৫০০ দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :