AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে: ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৬ পিএম, ২৮ জুন, ২০২৪
স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ অস্তিত্ব সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাষ্ট্রটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে৷ গণতন্ত্র নেই, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে৷

দলের চেয়ারপারস বেগম খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মুক্তিই এখন মূল লক্ষ্য। তার মুক্তির দাবিতে আন্দোলন চলছে। সেই জন্য আন্দোলন খুব প্রয়োজন।

তিনি বলেন, এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন করাটাও বড় বিষয়। সবাই আন্দোলন করছে। এ আন্দোলন ব্যর্থ হবে না।

‘সবার সঙ্গে শিগগিরই আলোচনা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে’, যোগ করেন বিএনপি মহাসচিব।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!