খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশ অতি তাড়াতাড়ি মানচিত্র থেকে মুছে যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীনরা ভারতের সঙ্গে যেসব চুক্তি করেছে, প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য।
শনিবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘বিএনপি ভারতবিরোধী নয়। আমরা ভারতবিরোধী না। আমরা আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু প্রভুত্ব চাই না। আমরা চাই না বন্ধুত্বের নামে দেশের স্বার্থ ক্ষুণ্ন হোক। কেউ যদি মনে করে আমরা তাদের (ভারতের) বিরুদ্ধে, তাহলে আমাদের কিছু করার নেই।’
তিনি বলেন, শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন।’
বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :