প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামীর নবসংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, কানেকটিভিটির নামে রেল যোগাযোগের নামে ভারতকে যে করিডোর দেওয়া হচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকে এক পাক্ষিক এবং নূন্যতম দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, ভারত থেকে তিস্তার পানি আদায়ে ব্যর্থ হয়েছে সরকার যা জনগণের সঙ্গে তামাশা, দুর্ভাগ্যজনক।
সীমান্তে হত্যা নিয়ে এই সফরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, সম্প্রতি ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে তা দেশের কল্যাণে নয় বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :