AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চমক দেখাচ্ছেন নতুন এমপিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৯ পিএম, ৬ জুলাই, ২০২৪
চমক দেখাচ্ছেন নতুন এমপিরা

একের পর এক ইতিবাচক চমক দেখাচ্ছেন দেশের নতুন ও তরুণ এমপিরা। নিজ নিজ নির্বাচনি এলাকার জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েই মানুষের সেবা এবং এলাকার উন্নয়নে মনোযোগী হয়েছেন। ভালো কাজের মধ্যদিয়ে জনসাধারণের মনে স্থায়ীভিত্তি গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন। বিশেষ করে যারা তরুণ এবং প্রথমবার নির্বাচিত হয়েছেন সেসব এমপিরা বেশ সক্রিয়।


খোঁজ নিয়ে জানা গেছে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রাক্ষায় নিরলস কাজ করছেন অপেক্ষাকৃত তরুণ ও নতুন এমপিরা। এলাকার সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখছেন। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। মানবিক কাজ করে গণভিত্তি অর্জনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এলাকার উন্নয়নে সরকারের প্রকল্পগুলোর প্রতিও বিশেষ নজর রাখছেন তারা। যাতে মানসম্মতভাবে সঠিকভাবে সে কাজগুলো হয়। নতুন এমপিদের মধ্যে আওয়ামী লীগের দলীয় এবং স্বতন্ত্ররাও রয়েছে। তবে প্রত্যেকেই সংসদ নেতা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নেও রাখতে চান ভূমিকা। 

তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- 

প্রকৌশলী আব্দুস সবুর : 

প্রথমরাব এমপি হয়েই ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের এমপি প্রকৌশলী আব্দুস সবুর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তার নির্বাচনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছেন তিনি। 

এছাড়া স্থানীয়দের প্রত্যাশা পূরণেও কাজ করছেন। দীর্ঘদিনের প্রত্যাশিত দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজের সামনে ফুটওভার ব্রিজের কাজে হাত দিয়েছেন। সিএনজি স্টেশনের চাঁদাবাজি বন্ধ করেছেন। এছাড়া নির্বাচনি এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপনের অনুমোদন করিয়ে আনেন এই সংসদ সদস্য। শুধু কাঠামোগত উন্নয়ন নয়, তার নির্বাচনি এলাকায় আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে কাজ করে করছেন। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের জন্য একটি করে স্থায়ী অফিস স্থাপনেরও কাজ শুরু করেছেন। 

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আমি নির্বাচিত হয়েই এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ শুরু করি। নির্বাচনের আগে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তা আমি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। আগামী ৫ বছরে এই দুই উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত করতে চাই। 

মোহাম্মদ সাঈদ খোকন : 

আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেও প্রথমবার ঢাকা-৬ আসন থেকে এমপি হয়েছেন আলহাজ মোহাম্মদ সাঈদ খোকন। এ আসনে দুইবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির এমপি ছিলেন কাজী ফিরোজ রশিদ। যদিও ঢাকার উন্নয়নের সিংহভাগ কাজ করে সিটি করপোরেশন। ফিরোজ রশিদের আমলে এ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই ছিল কোণঠাসা। বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জায়গা পেয়েছিল ফিরোজ রশিদপন্থিরা। দলীয় এমপি পেয়ে এবার চাঙা হয়ে উঠেছে ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ছুটে যাচ্ছেন সাঈদ খোকনের কাছে। তিনিও মূল্যায়ন করার আশ্বাস দিয়ে নেতাকর্মীদের কাছে টানছেন। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন সময় দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্বাচনি আসনে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের চাঁদাবাজি বন্ধেও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় জোরালোভাবে সতর্ক করছেন। এছাড়া পুরাণ ঢাকার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে সংসদে সোচ্ছার রয়েছেন সাঈদ খোকন।


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন : 

হবিগঞ্জ-৪ আসনের এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য। এমপি হওয়ার আগ থেকেই সমাজিক মাধ্যমে বিভিন্ন অসঙ্গতি এবং নিজের ভালো কাজগুলো তুলে ধরে আলোচনায় আসেন তিনি। এমপি হওয়ার পরও সামাজিক মাধ্যমে সবর রয়েছেন। নির্বাচনি এলাকা নিয়ে তার মহাপরিকল্পনা রয়েছে। চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে পর্যটন এলাকা বানাতে উদ্যোগী হয়েছেন তিনি। এরইমধ্যে চুনারুঘাটের সাতছড়ি সড়কের রামগঙ্গা চা বাগান মোড়ে পরিত্যক্ত যাত্রী ছাউনিকে পর্যটনকেন্দ্রে রূপান্তর করেছেন। স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার মানোন্নয়নেও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। এমপি হওয়ার পরপরই নিজে নদীতে নেমে খোয়াই নদীর ময়লা পরিষ্কার করেছেন। মানবিক ও সামাজিক কাজ গণভিত্তি অর্জনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। 

এছাড়া দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে নিয়েছেন শক্ত অবস্থান। এরই মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতিতেও নিজের সমর্থ নিয়ে ছুটে গেছেন বানভাসী মানুষের কাছে। সিলেটের বন্যার বিষয়ে সংসদে তুলে ধরেন। 

এমপি হওয়ার পর সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া। 

আলহাজ মশিউর রহমান মোল্লা সজল: 

ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার আংশিক নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এই আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্নাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন চারবারের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল। ইতিমধ্যে ঢাকা-৫ নির্বাচনী এলাকা হতে যানজট, মাদক, চাঁদাবাজি, চোর-ডাকাতি ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নির্মূলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করে সকল সমস্যা সমাধান করেছেন। এবারের ঈদুল আজহায় ওয়ারী ট্রাফিক বিভাগের সার্বিক সহযোগিতায় যানজট কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, ঢাকা-৫ আসনের প্রতিটি ভোটারকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে অটোরিকসা-সিএনজিসহ পরিবহনের চাঁদাবাজি বন্ধ করেছেন এবং হাট-বাজার ও রাস্তার দুইপাশের সকল ফুটপাত উচ্ছেদ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। 

এছাড়াও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার (আংশিক) সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক শিক্ষা জোন হিসেবে গড়ে তোলার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই এলাকায় কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। ভালো ফলাফল মানেই ভালো চাকরি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তব শিক্ষার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। সে লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমার প্রয়াত বাবা বলতেন ‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া’। এই স্লোগানের মধ্য দিয়ে তিনি একটি অবহেলিত এলাকাকে আজকে সুপরিচিত করেছেন। বাবার সেই ধারা অব্যহত রেখে এবং আপনাদের সকলের সহযোগিতায় ঢাকা-৫ নির্বাচনি এলাকাকে শিক্ষাজোন হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো।

তিনি বলেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ কে কার লোক, এটি বিবেচনায় নেবেন না। তাহলে আমরা ভালো কাজ থেকে পিছিয়ে পড়বো। সবাইকে মনে রাখতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধের চেতনায় পথ চলি। সবাই শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সকলে মিলেমিশে কাজ করে আমাদের সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। 

বিপ্লব হাসান পলাশ : 

আওয়ামী লীগের নবীন এমপি অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। তিনি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য। এমপি হয়েই এলাকার সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা চেয়েছেন তিনি। এলাকার সার্বিক উন্নয়ন করতে শুরুতেই সড়ক এবং যোগাযোগব্যবস্থার সংস্কার ও নির্মাণে মনোযোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলায় দুটি নদীর উপর ১২টি কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। এতে ৪০ গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। পাশাপশি কুড়িগ্রামের ভাঙনরোধে নদীশাসন ও বাঁধ নির্মাণের ব্যবস্থা দ্রুত করতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে সঙ্গে নিয়ে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী শিগগিরই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন। এলাকার মানুষের জন্য স্মার্ট কর্মসংস্থানও গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন এই তরুণ সংসদ সদস্য। 

জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা প্রণয়ন করছি। সে অনুযায়ী কাজ করব। রাষ্ট্রের সুযোগ-সুবিধা যাতে কুড়িগ্রাম-৪ আসনের মানুষ সহজে পায়, সে বিয়ষটি নিশ্চিত করব। ভালো ভালো কাজ করার মধ্যদিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন এই তরুণ সংসদ সদস্য। এছাড়া তার কাছে মানুষের প্রত্যাশাও বেড়েছে। 

অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল : 

পড়াশোনা শেষ করে আইন পেশায় নাম লিখিয়েছেন। ছিলেন ছাত্রনেতা। এরই মধ্যে আওয়ামী লীগের মনোয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বর্তমানে হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সংসদ সদস্য। জনসাধারণের দুর্ভোগ লাগবে তিনি নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়নে মনোযোগী হয়েছেন। বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট সংস্কার ও নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিচ্ছেন। এরই মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জের শরীফ উদ্দিন সড়ক এবং ফিরিঙ্গী টিলা ব্রিজ সংস্কার করতে মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। হাওরবেষ্টিত হবিগঞ্জ-২ বসবাসরতদের দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করবেন তরুণ এই সংসদ সদস্য। স্থানীয়দের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরিতে কাজ করছেন তিনি। ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের বাবা শরীফ উদ্দিন আহমেদ এ আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে সংসদণ্ডসদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পরই তিনি মারা যান। অত্যন্ত সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। বাবার সুনাম ও মর্যাদা ধরে রাখতে মানবিক কাজ করছেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। একইভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আরও অনেক সংসদ সদস্য নিজেদের ভালো কর্মকাণ্ডে নিজ নিজ এলাকার ভোটারদের দৌযা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে উদাহারন সৃষ্টি করছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!