ফেনীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর। শাখার উদ্যোগে ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ধরে জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলাসহ মোট সাতটি এলাকায় উদ্বার ও উপহার প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
চট্টগ্রাম মহানগর উত্তরের ৫০ সদস্যের একটি টিম ৫টি রেস্কিউ বোট ব্যবহার করে দুই হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বাবু জানান, "ছাত্রশিবিরের মানবতার কল্যাণে কাজ করার ইতিহাস রয়েছে। মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়ে ছাত্রশিবির সকল মানুষের আস্থার জায়গায় পরিনত হয়েছে।"
তিনি বলেন, "দেশের যেকোনো ক্লান্তিকালে অতীতে যেমনিভাবে ছাত্রশিবির তার সর্বোচ্চ সামার্থ্য নিয়ে পাশে থাকার চেষ্টা করছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কোন দল-মত, ধর্ম-বর্ণ বা শ্রেণীবিভেদ থাকবে না ইনশাআল্লাহ।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :