AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৪
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।

পলিথিন সরাতে এ সরকার আসেনি। পুলিশের পোশাক-লোগো চেঞ্জ হবে কি না, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কি না, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনো পাইনি।’

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘এ সরকার প্রথম যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে। কিন্তু এটা ১৫-১৭ বছরের প্রতিফলন। যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে।’

বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, ‘এমন মানুষ সরকারে থাকা দরকার, যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়েই কাজ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ করে এ রাজনীতিবিদ বলেন, ‘আপনারা বলছেন, এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না। তাহলে নিজেরাই দল করুন। তাহলে বুঝবেন, রাজনীতি কী আর অ্যাকটিভিজম কী!’

 

একুশে সংবাদ/এনএস

Link copied!