AB Bank
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ ঠেকাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩ পিএম, ১০ নভেম্বর, ২০২৪
আওয়ামী লীগ ঠেকাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শোডাউন করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে এ শোডাউন করেন তারা।

পরে একটি মিছিল নিয়ে টিএসসিতে গিয়ে অবস্থান নেয় তারা। সেখানে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগকে কোনোভাবেই প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তবে কর্মসূচি ঘোষণা করলেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কার্যালয় বা আশপাশের এলাকায় চোখে পড়েনি। তবে সন্দেহজনক কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের সঙ্গে দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জড়ো হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আজ (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!