নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ শুনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ কথা বলেন।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংক্রান্ত কথাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ শুনতে চায়। তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনে না।
নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটারস রাইটস। সেখানে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দরকারি সংস্কার ছাড়া আর কোনো কাজে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যয় করা উচিত না।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :