যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনার করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতা শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। তেলাওয়াতের পর বাংলায় অনুবাদ করে শোনানো হয়।
সভার শুরুতে মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে আমরা ৩১ দফা প্রণয়ন করেছিলাম। বর্তমান সরকারের পক্ষ থেকেও সংস্কার চলছে। আমাদের এই প্রস্তাবের সঙ্গে অনেক প্রস্তাব মিলে যাবে, মিলতে হবে।’
অনুষ্ঠাতে অংশ নেওয়া কূটনীতিকদের উদ্দেশে মির্জা ফখরুল ৩১ দফার বিষয়ে অবহিত করেন। আওয়ামী লীগের শাসনের পতনের উল্লেখ করেন তিনি। পাশাপাশি চলমান সরকারের সংস্কারের সঙ্গেও বিএনপির ৩১ দফার সাদৃশ্য রয়েছে বলে জানান।
যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।
গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলের সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :