বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসেবে কাজ করবো মালিক হিসেবে না। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন তারা বলেছেন জনসেবা পরম ধর্ম, কিন্তু ক্ষমতায় গিয়ে তারাই সেই ধর্মকে ভুলে গিয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় তারা গিয়ে জনগণের সেবক হওয়ার কথা ছিল কিন্তু মালিক আর জমিদার হয়ে বসেছেন, জনগণকে ভাড়াটিয়া মনে করতেন। আমরা জনগনকে ভাড়াটিয়া হিসেবে দেখতে চাই না, আমারা বাংলাদেশের মানুষকে মর্যাদাশীল নাগরিক হিসেবে দেখতে চাই।’
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মসজিদ-মন্দির, মঠ-প্যাগোডা কিংবা চার্চ পাহারা দিতে হবে না, মিলেমিশে আমরা সুন্দর একটি বাগানের পরিবেশে থাকবো।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :