ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা টু আগরতলা লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং- মার্চ হবে।
১১ ডিসেম্বর নয়াপল্টন থেকে সকাল ৮ থেকে লং- মার্চ শুরু হবে। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং-মার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :