AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবন্ধীদের নিয়ে যেসব পরিকল্পনার তারেক রহমানের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
প্রতিবন্ধীদের নিয়ে যেসব পরিকল্পনার তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, ভাই হিসেবে কথা বলছি। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ। আমাদের সমাজের অংশ। আপনারা আমাদের প্রেরণার উৎস। আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা করছি।

তিনি বলেন, প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণ হয়। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে আপনাদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ ও যাতায়াত এক্সেসেবল করতে আমরা কাজ করব। আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার রক্ষা করার। যার ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা।

ক্ষমতায় গেলে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দিতে চাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো আপনাদের নিয়োগ করলে প্রতিষ্ঠানের ট্যাক্স সমন্বয়ের একটা চিন্তাও আমাদের আছে। উদ্যোমীদের সহজে ঝণ দেয়ার পরিকল্পনাও আমাদের আছে। সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার ইচ্ছে আছে। বিচারিক প্রক্রিয়ায় সংস্কার এনে কীভাবে সুবিধা দেয়া যায় তা ভাবা হবে। স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আপনারা একা নন আপনাদের নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই। আপনাদের প্রতিবন্ধকতা মানে আমাদের প্রতিবন্ধকতা। সবার জন্য সুন্দর ও উপভোগ্য দেশ গড়ে তোলা হবে।

 

একুমে সংবাদ/এনএস

Link copied!