AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির কনসার্টে ভেঙে পড়েছে সাংবাদিকদের জন্য করা মঞ্চ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৭ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
বিএনপির কনসার্টে ভেঙে পড়েছে সাংবাদিকদের জন্য করা মঞ্চ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত কনসার্টে সাংবাদিকদের জন্য করা মঞ্চ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট চলাকালে এ মঞ্চ ভেঙে পড়ে।

এতে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাখো জনতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের আশপাশ এলাকা। বিজয়ের এ কনসার্ট উপভোগ করতে আসেন সব শ্রেণি পেশার মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে আলপনা নিয়ে সবাই যোগ দিয়েছেন এ কনসার্টে।

জানা গেছে, উন্মুক্ত এই কনসার্টে পারফর্ম করবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ কিংবদন্তি সব শিল্পীরা।

কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এর আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!