AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল, জামায়াতকে রিজভীর প্রশ্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৪ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল, জামায়াতকে রিজভীর প্রশ্ন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সময় আপনাদের কী ভূমিকা ছিল? বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশে সে প্রশ্ন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই রাজনৈতিক দল ছাড়া যে আর কেউ দেশপ্রেমিক নয়–তাদের এই দাবি নিয়ে মানুষ হাসবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান শেষে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, আপনাদের একাত্তরে ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক–এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।’

এসময় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান। লড়াই করেছেন। পাকিস্তানী কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তাঁর নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।’ সেই অধ্যায়ও বইয়ে থাকা উচিত বলে উল্লেখ করেন তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!