বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, খালেদা জিয়া নেতাকর্মীদের দেশ ও জনগণের পক্ষে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। প্রায় এক ঘণ্টা পর তারা বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
এদিন রাত ৮টার আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে সর্বশেষ তারা একসঙ্গে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কুরবানির ঈদের সময়। দীর্ঘ বিরতির পর দলের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :