AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড

আ.লীগ সরকারের পতনের পর বিভিন্ন কারণে রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বেড়েছে অনেকগুন। এবার বিএনপির সভায় প্রকাশ্যেই জামায়াতবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‌‌‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এসময় আগত নেতাকর্মীদের ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা ইত্যাদি।’

এসময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!