বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রসঙ্গ তুলে যারা মাইনাস টু ফর্মুলার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি বর্তমানে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনই হবে প্রথম পদক্ষেপ।
শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা বিএনপির প্রবাসী নেতাকর্মীরা দেশে অবতরণ করেন। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম, এবং নির্যাতনের ভয়ে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে প্রবাসে থেকে দল গঠন করে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পরিবর্তনের পর দেশে ফিরে বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রাখার পরিকল্পনা তাদের।
যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এই নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্ট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের সামনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারা সরাসরি তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "দেশে এদের সবার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা রয়েছে। অনেকেই ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, এমনকি তাদের পরিবারের অনেক সদস্য জীবনও দিয়েছেন।"
তিনি আরও বলেন, "আমরা যখন আন্দোলনের কথা বলি, তখন অনেকে ভুলে যান যে আন্দোলন একদিনে হয়নি। গত ১৫-১৬ বছরে এই আন্দোলনে কত মানুষ ত্যাগ স্বীকার করেছেন, সেটা ভুলে যাওয়া উচিত নয়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি, কিন্তু এই দীর্ঘ সময়ের ত্যাগ আমাদের স্মরণ রাখতে হবে।"
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "এই মানুষগুলোকে বাদ দিয়ে আন্দোলন সম্ভব হয়নি। তারা যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপরও চাপ সৃষ্টি করেছেন। এর ফলে তাদের পরিবারকে বাংলাদেশে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।"
তিনি বলেন, "এই মানুষগুলো গত ১৬ বছর দেশে ফিরতে পারেননি। তারা তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের কাছ থেকে দূরে ছিলেন। তাদের এই আত্মত্যাগ বিএনপির চলমান আন্দোলনকে শক্তিশালী করেছে।"
একুশে সংবাদ/ব.জ/এনএস
আপনার মতামত লিখুন :