AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত-বিএনপি সবাই থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৪ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত-বিএনপি সবাই থাকবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি সেনাবাহিনী ও জামায়াতকে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "জামায়াতের এই মন্তব্যে আমরা গভীরভাবে মর্মাহত। এটি আমাদের জন্য বেদনাদায়ক।"

তিনি আরও বলেন, "বিএনপি সব সময় জনগণের দল হিসেবে কাজ করেছে এবং দেশপ্রেমিক শক্তি হিসেবে মানুষের পাশে থেকেছে। কারও একতরফা দাবির মাধ্যমে দেশের সত্যিকারের দেশপ্রেমিক শক্তি নির্ধারণ করা উচিত নয়।"

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব কমানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "জামায়াতের সঙ্গে কোনো দূরত্বের প্রশ্ন নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়। মানুষের অধিকারের কথা বলে, আমরাও একই কথা বলি। তবে কেউ যদি বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে সেটা কষ্টদায়ক। আমরা বলব, কথাটা সঠিক নয়।"

তিনি আরও বলেন, "দেশের জন্য কাজ করা এবং জনগণের পাশে থাকা—এই মূল্যবোধে বিশ্বাসী সব শক্তিরই উচিত পারস্পরিক সম্মান বজায় রাখা।"

নজরুল ইসলাম খান বলেন, "আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। এরপর যদি কেউ বলেন, শুধু আপনি বা আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন। এটি অবশ্যই কষ্টদায়ক। আমরা আশা করবো, এমন মন্তব্য কেউ করবেন না।"

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে তিনি বলেন, "জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। তাদের কর্মসূচি ও আমাদের কর্মসূচি একই রকম ছিল না। তবে তারা আন্দোলনে ছিলেন। আমরা নিশ্চিত, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসঙ্গে থাকবো, তারাও থাকবে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।"

বৈঠকটি বেলা সোয়া ১১টায় শুরু হয় এবং প্রায় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!