AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দিজীবন শেষে ১৭ বছর পর আজ মুক্তি পাচ্ছেন বাবর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩২ এএম, ১৬ জানুয়ারি, ২০২৫
বন্দিজীবন শেষে ১৭ বছর পর আজ মুক্তি পাচ্ছেন বাবর

সবার মনেই ছিল প্রশ্ন—কবে কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। সব ঠিক থাকলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ মুক্তি পাবেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ও পরে তার গুলশানের বাসায় যাবেন।


মির্জা হায়দার আলী আরও বলেন, জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কারা সূত্রে জানা গেছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথি এসেছে। আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তাকে কারামুক্তি দেওয়া হবে।


এর আগে, গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।


বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। এর ফলে বাবরের কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই।


একুশে সংবাদ//আ.টি//র.ন

Link copied!