বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারকে পুনরায় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগোতে হবে।"
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
ফারুক বলেন, ১৯৯১ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল। সেটার মতো নির্বাচন দিতে অনেক সংস্কারের প্রয়োজন নেই। দেশের ইতিহাস রচনা করতে চাইলে সেটা গ্রহণযোগ্য হতে হবে। বিএনপি সেটা সমর্থন দেবে বলে জানান তিনি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। তার ওপর অনৈতিক ভ্যাট আরোপ করলে তারা দিশেহারা হয়ে পড়বে।
সিন্ডিকেটের কারণে হজের বিমানের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন– দেশের মানুষ ভালো থাকে, আগে সেই সংস্কার করতে হবে।
একুশে সংবাদ/য.ট/এনএস
আপনার মতামত লিখুন :