বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে আওয়ামী লীগের সকল সদস্যকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারের আওতায় আনার দাবি করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আরও বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান বলেন, শেখ হাসিনা ভারতে বসে অডিও বার্তা পাঠাচ্ছে, আর আওয়ামী লীগ সে অনুযায়ী কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দিতে হবে।
গণহত্যায় অংশগ্রহণকারী র্যাব-পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি। পরে বিক্ষোভ মিছিল করে সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
একুশে সংবাদ/য.ট/এনএস
আপনার মতামত লিখুন :